fbpx
সংবাদ শিরোনাম

পিছন্দি ফলের উপকারিতা

                                           
মোসফিকা আক্তার
প্রকাশ : শনিবার, ১৭ জুলাই, ২০২১
পিছন্দি ফলের উপকারিতা

পিছন্দি একপ্রকার ফল যার বৈজ্ঞানিক নাম মাইক্রোকস পানিকুলাটা( microcos paniculata) এই ফলটিকে বাংলাদেশের বিভিন্ন স্থনে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কোথাও কোথাও এটি আছার আবার কোথাও আসার,পটকা, ফট্রাশ,দাতেই ইত্যাদি নামে পরিচিত, সারা বাংলাদেশেই বন এলাকায় এ ফল গাছ দেখা যায় যদি ও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বন জঙ্গলে বেশি দেখা যায়।

এটি একটি বুনো ফল হিসেবে পরিচিত। পিছন্দি গাছ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে, এটি মাঝারি আকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ।পিছন্দির ফুল ছোট, সাদা রংয়ের, হালকা সুগন্ধযুক্ত।ফল ও ছোট। ফলের ব্যাস মাত্র ০,৮ সেন্টিমিটার। সুগোল ফলটি টিকটিকির ডিমের মতো।ফলের বোঁটা একটু লম্বা।

পিপুল এর ঔষধি গুনগুন ও উপকারিতা

পাকা আছার গুটির রং কালো।পাকা ফল দানা দানা লাগে। আছার গাছ তথা মাইক্রোকস পানিকুলাটার বেশ কটি বৈজ্ঞানিক নাম প্রতিনাম( synonims আছে) আছার বা পিছন্দি হিন্দী ভাষায় শিরল,মারাঠি ভাষায় হসোলী,তামিল ভাষায় বিশালম ও তটম,মলয়ালম ভাষায় কোট্রক্ক,কন্নড় ভাষায় অভরাঙ্গা,চীনা ভাষায় buzha ye মগ ভাষায় তারক,গারো ভাষায় বোল সুব্রেত মার্মা ভাষায় এবা,তারনী এবং মুরং ভাষায় ইয়োরিয়া সোক নামে অভিহিত করা হয়। আছার গাছের পাতায় lsorhamnetin kacmpfcrol, আছার গাছের পাতার রস বদহজম,একজিমা এবং টাইফয়েডের জ্বরে ব্যবহার হয়।

উপকারিতাঃ

১। পিছন্দি গাছের পাতার রস খেলে বদহজম ভালো হয়।

২। পিছন্দি গাছের পাতার রস খেলে একজিমা দ্রুত ভালো হয়।

৩। টাইফয়েড হলে পিছন্দি গাছের পাতার রস খেলে জ্বর দ্রুত ভালো হয়।

৪। কোন স্থানে কেটে গেলে পিছন্দি পাতা বেটে লাগালে ক্ষত দ্রুত সেরে যায়

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন