fbpx

আমিও সুখী ছিলাম

                                           
শাহ আল ইমরান
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
আমিও সুখী ছিলাম

ধুমকেতুর মতো কিছু সুখ এসেছিলো আমার জীবনে,

কোনো এক ফাগুনের গভীর রাতে চুপিচুপি খুব গোপনে।
অত্যন্ত অল্পসময় আমার আঁখি পলকে ছিলো স্থায়ীত্ব,
যেমন অনলে পানি অল্প সময়ের করে আধিপত্য।
গোপনে বুকভাঙা ব্যাথা তুমি দেখেছ কী দারুণ করে,
চোখ ফেটে কান্না বুঝেছ কী কখনো অন্তর ভরে?
হৃদয় ভাঙা শব্দ তুমি কোনদিন শুনেছ কী,
তবে পাঁজর ভাঙা শব্দের কষ্ট তুমি বুঝবে কী?
কেন রাত্রী হয় স্তব্ধ বেদনায় তার জানবে কী?
বিগত অনেক পূর্ণিমাতেই পৃথিবীতে চাঁদ ছড়িয়েছে আলো,
কতো অমাবশ্যাতে রাত হেথা আঁধারে হয়েছে নিকষ কালো।
বারবার হতাশায় ক্লান্ত পথিক তুমি কেঁদেছ কী,
বর্ষার রুপালি শ্রাবণে কষ্ট যতো তুমি ধুয়েছ কী?
গোধুলির বেগুনি রঙে যে কষ্ট তার বুঝবে কী?
সুখ এসেছিলো হঠাৎ আমার বন্ধদরজার প্রান্তে,
চলে গেল আবার অদেখা হয়ে আমার অজান্তে।
অনেক সুখী হয়েছিলাম আমিও তোমাদেরই মতো,
গিয়েছিলাম ভুলে হৃদয়ে গাঁথা যন্ত্রণা আর দুঃখ যতো।
ক্ষতবিক্ষত একটা হিয়াকে কখনো অনুভব করেছ কী,
ব্যাকুল পিঞ্জরে কোন সময় বসতি তুমি গড়েছ কী?
কখনো সখনো কাটিয়েছ কী নিদ্রাহীন আহত বহুরাত,
এসেছি কী জীবনে কখনো উল্লাসী রাঙা প্রভাত?
আমিও অনেক সুখী ছিলাম একদিন তোমাদের সাথে,
কাটিয়েছি অনেকবারই সুখময় সময় তারাভরা রাতে।

[রচনাকাল—২২শে চৈত্র,১৪৩০বঙ্গাব্দ,শুক্রবার]

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন