fbpx

পাতা

                                           
তূয়া নূর
প্রকাশ : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
পাতা

ঝরা পাতা যেনো কবিতার শব্দ—  কুড়ায়ে আনি,
সাজাতে সাজাতে যখন পূর্ণ হয়ে ওঠে
লতা পাতা মেলা পেলব শরীর কবিতার,
তখন হঠাৎ দমকা বাতাস
দেও হয়ে নেমে আসে মেঘের সীমানা থেকে—
বাতাসের সাথে উড়ে চলে যায় এদিক সেদিক বহুদূর।
ধূলোয় ঝাপসা চোখ, বুকে ধরে রাখি শুধু
                              কবিতার হৃদয় দুহাতে।
চারদিকে নিরবতা নেমে এলে
মেঘ সড়ে গেলে
তারায় আকাশ ভরে গেলে
বাসা ভাঙা পাখিদের ক্রন্দন থেমে গেলে
আমি একাকী আবার
                     কবিতার শব্দ গুলোকে খুঁজি
তূয়া  নূর / শাবলু শাহাবউদ্দিন
সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন