fbpx
সংবাদ শিরোনাম

ঊর্মিলা

                                           
পারভেজ (ইরাম)
প্রকাশ : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

আর বাকিদের মত স্বাধ নিয়ে অপেক্ষা করে
কবে ঐ নীল আকশের রঙ ছুঁয়ে দেখবে সে
কবে তার ডানায় হবে প্রনয়নের হাসির মেলা
কবে সদ্য ফোঁটা গোলাপের ঘ্রাণ নেওয়া হবে
শিশিরে ভেজানো পায়ে হবে ঘাসের নূপুর
উষার আলোয় নিজেকে সাজিয়ে আয়না দেখা
কবে হবে তার রঙিন স্বপ্নের মশাল মিছিল
অপেক্ষা করে সে,
কোনো এক নতুন ভোরের স্বপ্ন দেখে ঊর্মিলা
তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে পারে না পাপ
তবুও কেন সততার পিঞ্জরে উচ্ছ্বাস নেই
কেন আত্মগ্লানিতে ভরে যায় তার হৃদয়
কেন বারবার হাতছানি দেয় তাড়নার প্রহরী
কেন ঐ কালো চোখের ঈশান কোণে জমা হয়
নোনাজল, অপ্রাপ্তি, হতাশা আর ক্লেশ
কেন ঝরে যায় আশার নক্ষত্ররা বিরানপথে
অথচ ঊর্মির কিরণে অন্ধকার ঘুচে আসে ভোর
আর তার দিনের শেষে অস্ত যায় ঊর্মিলা।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন