কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় খাবার সংকটে থাকা পরিবারগুলোর মাঝে রান্না করা, শুকনো খাবার ও চাউল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ জাফর আলম এমএ।
এছাড়াও তিনি গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্নস্থানে কর্মতৎপরতার অংশ হিসেবে এখানে-ওখানে ছুঁটে যান।পানিবন্দী থাকা পরিবারগুলোর মাঝে চতুর্থ দিনের মতো এমপি জাফর আলমের পক্ষ থেকে অন্যান্য ইউনিয়নের পাশাপাশি কোনাখালী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের বন্যার্ত পরিবারগুলোর জন্য চাউল পৌঁছে দিয়েছেন।
এই কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয় কোনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শামসুল ইসলাম ও চবি ছাত্রলীগ নেতা, আগামী কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মনসুর আলমকে। তারা সারাদিন ধরে নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে ৩০০পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে
এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী বলেন, বন্যাকবলিত এলাকায় পানিবন্দি থাকা পরিবারগুলোর মাঝে এমপি মহোদয়ের পক্ষ থেকে রান্না করা বিরিয়ানী ও শুকনো খাবার ও চাউল বিতরণ কার্যক্রম অব্যাহতভাবে চলছে। এই পর্যন্ত ৩১ হাজার হাজার পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এতে বন্যা কবলিত এলাকার পরিবারগুলো খুব খুশি। এই তৎপরতা অব্যাহতভাবে চলবে,