টাঙ্গাইল পৌর এলাকার বটতালা ও ক্লাব রোড এলাকা থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) বেলা ১২টার দিকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি পলিথিনে মোড়ানো ছিলো।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ও রেজাউল করিম জানান, ক্লাব রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মৃতদেহ। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কোনো পশু-পাখি যেনো নবজাতকের মৃতদেহ নিয়ে যেতে না পারে সেজন্য আমরা সেখানে অপেক্ষা করছিলাম।
টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল ওহাব জানায়, কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো একটি নবজাতক কন্যাশিশুর মৃতদেহ দেখতে পাই। পরে মৃতদেহটি আমরা উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, সকালের দিকে চলন্ত অটোরিকশা কিংবা সিএনজি থেকে নবজাতকের মৃতদেহটি ফেলে দেওয়া হয়েছে।