ডেস্ক রিপোর্টঃ মেহেরপুরের সীমানা পেরিয়ে এবার চুয়াডাঙ্গায় যাত্রা শুরু করলো ই-কমার্স ভিত্তিক অনলাইন মেগা সুপার শপ ‘হ্যালো বাজার’ । বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের হোটেল সিডি বাইটে কেক কেটে হ্যালো বাজারের ২য় শাখার উদ্বোধন করা হয়।
হ্যালো বাজার চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আঞ্জুমান আরা রত্না। উদ্বোধনী অনুষ্ঠানে হ্যালো বাজারের চেয়ারম্যান বিপুল জাহিদ, মেহেরপুর শাখার বিজনেস ডিরেক্টর এস এম সাগর, চুয়াডাঙ্গা শাখার বিজনেসম্যান ডিরেক্টর কনক লতা উপস্থিত ছিলেন।
জীবনের সব আয়োজন শিরোনামে ১১ অক্টোবর ২০২০ সালে অর্গানিক পণ্য নিয়ে মেহেরপুরে যাত্রা শুরু করে অনলাইন মেগা সুপার শপ হ্যালো বাজার। খাঁটি, নির্ভেজাল ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের ফলে দেশের গন্ডি ছাড়িয়ে হ্যালো বাজারের পণ্য যাচ্ছে দেশের বাহিরেও। সময়ের ব্যবধানে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানটি।