fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

রায়পুরে নারী স্টাফকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক ও হাসপাতাল মালিক কারাগারে 

                                           
প্রকাশ : বুধবার, ৩ আগস্ট, ২০২২
রায়পুরে নারী স্টাফকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক ও হাসপাতাল মালিক কারাগারে

মোঃওয়াহিদুর রহমান মুরাদ:

লক্ষ্মীপুরের রায়পুরে নারী স্টাফকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক আসাদুজ্জামান ও হাসপাতাল মালিক মিজানুর রহমান মুন্সিকে কারাগারে পাঠিয়েছে আদালতে।বুধবার (৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) সিরাজুদ্দৌলাহ কুতুবী তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লক্ষ্মীপুরে জামায়াতের দুই নেতা আটক আসামি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধ্যা বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নয় মর্মে আদালতে জামিন আবেদন করেন। এতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কিন্তু বাদী ঘটনার ভিডিও আদালতে জামা দেন। ভিডিও দেখে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছেন।গ্রেপ্তার আসাদুজ্জামান রায়পুরের নিরাময় হাসপাতালের চিকিৎসক ও মিজানুর রহমান হাসপাতালের মালিক।

মামলা এজাহার সূত্র জানায়, চলতি বছর ২৪ মে নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান তার তরুণী স্টাফকে (২১) যৌন হয়রানি করে। এ অভিযোগের ভিত্তিতে এশিয়ান টিভি লক্ষ্মীপুর উত্তরের প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু ঘটনাটির ভিডিও সংগ্রহ করেন। ভিকটিম নিজেও ঘটনার শিকার করেন। চিকিৎসক আসাদুজ্জামান ঘটনাটি জেনেও তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এশিয়ান টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আদালতের বিচারক তারেক আজিজের দৃষ্টিগোচর হয়। এতে ২৯ মে বিচারক তারেক আজিজ এ ঘটনায় মামলা রুজু করার জন্য রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন। এর প্রেক্ষিতে ৯ জুন সাংবাদিক টিটু বাদী চিকিৎসক আসাদুজ্জামান ও হাসপাতাল মালিক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন