fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

স্বল্প মেয়াদে হাই পারফরমেন্স ইউনিটের স্পিন পরামর্শক রাজ্জাক

                                           
প্রকাশ : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্কঃ স্বল্প মেয়াদে হাই পারফরমেন্স ইউনিটের স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নির্বাচক প্যানেলের সদস্য ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। ১৪ মে থেকে শুরু হতে যাওয়া আসন্ন ক্যাম্পে যোগ দিবেন আব্দুর রাজ্জাক।ক্রিকেট থেকে অবসরের পর গত বছরের ২৭ জুন জাতীয় দলের নির্বাচক প্যানেলে নিয়োগ পান বাঁ-হাতি স্পিনার রাজ্জাক। এবার কোচিং প্যানেলে দায়িত্ব পেলেন তিনি।

ক্রিকবাজের দেওয়া তথ্য মতে, সোমবার ক্রিকবাজকে রাজ্জাক বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক-ঠাক হলে আমি এইচপি ক্যাম্পে যোগ দিব। এই মুহুর্তে কোচিংয়ে আমার সব মনোযোগ দিচ্ছি, এমনটা নয়। তবে আমার মনে হয় নিজের অভিজ্ঞতা তরুণ ছেলেদের সাথে ভাগাভাগি করতে পারবো এবং তারা এর মাধ্যমে উপকৃত হলে নিজের ভাল লাগবে। এটি আমার জন্য দারুন এক অভিজ্ঞতা হবে বলেই আমি মনে করি।’

ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান জানান, এই মুহুর্তে কোনও বিদেশি স্পিন পরামর্শকে কাজে লাগাতে না পারায়, রাজ্জাকের সাথে যোগাযোগ করা হয়েছে।তিনি বলেন, ‘আমাদের হাই পারফরমেন্স ইউনিটের জন্য এখনও কোন ভালো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই এইচপি ক্যাম্পে রাজ্জাককে অন্তর্ভুক্ত করতে চাই ।’

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন