fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

সাপাহারে আম মৌসুমে যানজট কমাতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

                                           
মোসফিকা আক্তার
প্রকাশ : সোমবার, ২৩ মে, ২০২২

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আম মৌসুমে যানজট কমাতে জয়পুর সমিল এলাকা থেকে শুরু করে গোডাউন পাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

সোমবার সকাল ৯টা থেকে উপজেলা সদরে অবস্থিত সড়ক ও জনপথের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত দুইদিন ধরে সড়ক ও জনপদের পক্ষ থেকে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে তুলে নিয়ে সড়ক ও জনপথের জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করায় সদরের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আমের বানিজ্যিক রাজধানী খ্যাত সাপাহার অঞ্চলের আম বাজারে যাতে যানজটের সৃষ্টি না হয় যার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানা গেছে।

এসময় সওজ নওগাঁ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল হক,সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নের্তৃত্বে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান চলানো হয় এসময় তাদের কাজকে সহজ করতে সাপাহার থানা পুলিশ আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন