fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

জীবন চক্রে | আবদুল্লাহ আল মামুন

                                           
প্রকাশ : রবিবার, ১৫ মে, ২০২২

“জীবন চক্রে”
আবদুল্লাহ আল মামুন
এই নগরীতে এখন ব্যস্ত সবাই
ভোরের আলো আর রাতের অমানিশা
যেন সবই একই ধারার সংমিশ্রণ।
ব্যস্ততার মাঝে কেটে যাচ্ছে তাদের সকাল, দুপুর
সন্ধ্যা গড়িয়ে নিকষ কালো রাত।
তবুও কোন কিছুতে ভ্রুক্ষেপ নেই
চারপাশের ঘাটে ঘটে যাওয়া কোন আবহের।
সময়ের দৌড়ে ছুটে চলা, সময় নেই কারও।
জীবন, ক্যারিয়ার সব কিছু
নিয়েই তাদের ব্যস্ততার মহামিলন।
এই নগরীতে ব্যস্ততা নেই কেবল আমার
আমিই এই নগরীর ভবঘুরে।
জীবন, ক্যারিয়ারের ভাবনা সুদূর অতীত
শুধু বেঁচে থাকতে পারাই যেন পরম আনন্দের।
রাস্তায় হেঁটে বেড়াই, বইয়ের পাতায় চোখা বুলাই,
কবিতার মাঝে জীবনের চিত্র আঁকি,
সংবাদ সংগ্রহ করে জীবনের চিত্র দেখি।
এইসবে কোন ব্যস্ততা নেই, দৌড়ঝাপ নেই।
সকালের সূর্যটা দেখি, ফুলের ঘ্রাণ নেই,
বিকেলে সূর্যের অস্ত যাওয়া দেখি,
রাতে কখনো পূর্ণিমা আবার
কখনো অমবস্যা দেখে দেখে সময় কেটে যায়।
যাদের ভীষণ ব্যস্ততা আমি তাদের দলের বাহিরে।
আমার জীবন, আমার ক্যারিয়ার প্রকৃতির সাথে
মিশে আছে। আমি বাঁধা ধরা এই জীবনের বাহিরের একজন।
লেখক- শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন