fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

সিলেটে নির্বাচনে সকল ভোট গ্রহণকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে

                                           
প্রকাশ : রবিবার, ২৯ মে, ২০২২

নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন, বিয়ানীবাজারে পৌর নির্বাচনকালে সকল ভোট গ্রহণকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

তিনি রোববার দুপুরে সিলেটের বিয়ানীবাজারে পৌর নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক’ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন,নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন সকল ব্যবস্থা নিয়েছে। সকল ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

তিনি আরো বলেন, সকল ইভিএম ত্রুটি ও প্রভাবমুক্ত। তাই একটি  সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন সকলের শান্তিপূর্ণ সহঅবস্থান যা সকলের কাছে কাম্য।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো: আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী,  ইভিএম এর ব্যবহার ও কার্যপ্রণালী, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিলেটের জেলা প্রশাসক  মো: মজিবর রহমান, নির্বাচন কমিশনের উপসচিব মো. কামরুল হুদা, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, প্রার্থীগন এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন