fbpx
সংবাদ শিরোনাম

রোজা থেকে অসহায় কৃষকের ধান ঘরে তুলে দিল ছাত্রলীগ

                                           
প্রকাশ : রবিবার, ২ মে, ২০২১

মোঃ মুরাদুজ্জামান/নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে পবিত্র রমজান মাসে রোজা থেকে অসহায় এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

রবিবার (২ মে) সকাল থেকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা গ্রামের অসহায় কৃষক মোজাম্মেল হকের ৩৩ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা। মহামারী করোনায় অর্থাভাবে ও শ্রমীক সংকটে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ওই কৃষক। ঠিক এসময় অসহায় ওই কৃষকের দুশ্চিন্তা কাটিয়ে আশির্বাদ হয়ে পাশে দাড়িয়েছেন স্থানীয় একদল তরুণ নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, সহ-সভাপতি নুর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সাদ্দাম, আশিক বাবু, সাগর তুষার প্রমুখ।

অসহায় কৃষক মোজাম্মেল হক জানান, আমি ৩৩ শতাংশ জমির পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। হঠাৎ একদল তরুণ আমার ফসল কেটে ঘরে তুলে দিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত ছাত্রলীগ নেতাকর্মীদের উপরে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন