fbpx
সংবাদ শিরোনাম

পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে আজ

                                           
প্রকাশ : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে আজ

পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে আজ সোমবার (১৪ ডিসেম্বর)। তবে বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যাবে না এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রবিবার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে, কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত ৮টা ৩২ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ হবে রাত ১০টা ১৩ মিনিটে, কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে রাত ১১টা ৫৪ মিনিটে এবং পূর্ণগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫৩ মিনিটে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশাস্ত মহাসগরে গ্রহণ শুরু, অ্যাডামস টাউন থেকে উত্তর দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ শুরু, আর্জেন্টিনার রিও নিগ্রো শহরের ন্যুভে দ্য জুলিও ডিপার্টমেন্টে সর্বোচ্চ গ্রহণ শুরু, নামিবিয়ার নামিব-নউকলাফট ন্যাশনাল পার্ক থেকে পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ এবং সেন্ট হেলেনা অ্যাসেনশিওন অ্যান্ড ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন