fbpx
সংবাদ শিরোনাম

নজরুলের গান নিয়ে ‘জেমস অব নজরুল’ এর ২৯তম প্রযোজনা ‘সবুজ শোভার ঢেউ’

                                           
প্রকাশ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশের গান নিয়ে ‘জেমস অব নজরুল’ নির্মাণ করেছে তাদের ২৯তম প্রযোজনা ‘সবুজ শোভার ঢেউ’।

জাতীয় কবির ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে মিউজিক ভিডিওটি আগামী ২৭ আগস্ট ২০২৩ তারিখ রাত ১২:০১ মিনিটে সম্প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। একইসঙ্গে এটি জেমস অব নজরুলের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবে।

জেমস অব নজরুল এর পরিবেশনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে চ্যানেল আই। পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন স্বনামধন্য নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক এবং সংগীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। প্রায় ৫০জন নজরুল সংগীতশিল্পী মিউজিক ভিডিওটির চিত্রায়ণে অংশগ্রহণ করে।

অসাম্প্রদায়িক চেতনা, সকল মানুষের সমঅধিকার নিশ্চিতকরণ ও মাথা উঁচু করে লড়াই করবার অদম্য স্পৃহা এ ভূখন্ডের মানুষের অদম্য বৈশিষ্ট্য। তাই এ ভূখন্ড কাজী নজরুল ইসলামকে বার বার এক অমোঘ আকর্ষণে ছুটে আসতে বাধ্য করেছে। স্বদেশের রূপ বর্ণনায় অসাধারণ গান রচনায় উদ্বুদ্ধ করেছে কবিকে। বৈশ্বিক নানান সংকটের মাঝেও শিল্পীদের মনোবল সবল রাখার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সাল থেকে জেমস অফ নজরুল কার্যক্রম চালিয়ে যাচ্ছে নজরুল এর বলিষ্ঠ লেখনীকে সম্বল করে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন