fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

দরিদ্র রোগীদের জন্য জাকাতের টাকা দান করার আহ্বান গণস্বাস্থ্য কেন্দ্রের

                                           
রাকিবুল হাসান, গবি
প্রকাশ : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

দেশের দরিদ্র রোগীদের ব্যয় সাশ্রয়ে সামর্থ্যবানদের জাকাতের টাকা দান করার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার (০৯ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, বিকল কিডনি রোগের রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা হলো ডায়ালাইসিস। কিডনি রোগে আক্রান্তদের বেশির ভাগেরই অন্য যে কোন অসংক্রামক রোগ থাকতে পারে। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

রোগীদের ডায়লাইসিসের খরচ ছাড়াও অন্যান্য চিকিৎসা খরচ, ঔষধ, যাতায়াত,বিশেষ খাবার ইত্যাদি খরচ বহন করতে হয়। রোগীর আর্থিক অবস্থা
যেমনই হোক না কেন, এই সকল রোগীরা চিকিৎসা ব্যয় মেটাতে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে অনেকে অর্থের অভাবে ডায়লাইসিস বন্ধ
করে দিতে বাধ্য হয়। এতে আরো বলা হয়, ডায়লাইসিস সেবা ব্যয়বহুল। করোনা জনিত অতিমারী এই খরচ আরো অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা গত বছর ১লা বৈশাখ (১৪ এপ্রিল, ২০২১) থেকে ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনী রোগের রোগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছে না।

বাংলাদেশের সর্ববৃহৎ ডায়ালাইসিস সেন্টার ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’ সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০জন বিকল কিডনী রোগীর নামমাত্র মূল্যে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণস্বাস্থ্য ডায়লাইসিস সেন্টার’ গণস্বাস্থ্য নগর হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্ট এর একটি ‌অলাভজনক প্রতিষ্ঠান। দেশের করোনা জনিত অতিমারী ব্যবস্থাপনায় গণস্বাস্থ্য কেন্দ্র গত এক বছরের অধিক সময় থেকে ৫ শয্যার আইসোলেশন নিবিড়
পরিচর্যাকেন্দ্র (ICU) , ২০ শয্যায় করোনা ওয়ার্ড, ৮ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ৮ শয্যার নন কোভিড (ICU) চালুল করেছে। এছাড়াও নিয়মিত প্লাজমা তৈরি করে সরবরাহ করা হয় এবং করোনা রোগ নির্ণয়ের ব্যবস্থাও আছে। বিজ্ঞপ্তিতে এমতাবস্থায় সকলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থ্যবান দেশ-বিদেশে বসবাস করেন তারা দান করুন, জাকাত দিন। সকল প্রকার দান আয়কর মুক্ত।

ঠিকানা- গনস্বাস্থ নগর হাসপাতাল, ১৪/ই, রোড নং ৬ ধানমন্ডি, ঢাকা ১২০৫।

পিবিএক্স- +৮৮০২৪১০৬০৯৩০-৩৪, +৮৮০৯৬০২১১১৯৪০-৪১, ০১৭০৯৬৬৩৯৯৪,
০১৪০১১৭১৭৪২, (এক্স: ০, ১০০,১১১,১৯৮)

জাকাত পাঠানোর ঠিকানা- ব্যাংক হিসাব সমূহ-
গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, এলিফেন্ট রোড শাখা, ঢাকা-১২০৫, হিসাব নং – ০১৭১১০১০০০০০১০৫৮।

গণস্বাস্থ্য নগর হাসপাতাল প্রিমিয়ার ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা। হিসাব নং- ১৪৪১১১০০০০০৬৮। বিকাশ একাউন্ট: ০১৭৩৩৯৯১৩৯১

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন