fbpx

জীবনযুদ্ধে হার না মানা মিরসরাইয়ের দীপক ত্রিপুরা

                                           
রেদোয়ান হোসেন জনি
প্রকাশ : শনিবার, ২১ মে, ২০২২

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান দীপক ত্রিপুরা (৪০)। সে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গেড়ামারা (সাইবেনির খিল) ক্ষুদ্র নৃগোষ্ঠী উপর পাড়ার মন চন্দ্র ত্রিপুরা ও ধন লক্ষী ত্রিপুরার পুত্র। চার ভাইয়ের মধ্যে সে সবার বড়। তাঁর বাবা মন চন্দ্র ত্রিপুরা ছিলেন একজন কৃষক। মা ধন লক্ষী ত্রিপুরা মানষিক প্রতিবন্ধী। মেজ ভাই গোপাল ত্রিপুরা ও সেজ ভাই পানাই ত্রিপুরা শারীরিক প্রতিবন্ধী এবং ছোট ভাই বিমল ত্রিপুরা দিনমজুর।

করেরহাট কে. এম উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী হয়েও পরিবারের আর্থিক দূর্বলতা, পিছুটান ও সাপোর্টের কারণে সেটা সম্ভব হয় উঠেনি। কারণ মাধ্যমিক স্কুল জীবনে সে তার বাবার সাথে পাহাড়ে জুম চাষ ও বনজ দ্রব্য (বাঁশ, লাকড়ি) সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে সংসারের হাল ধরে। যেখানে নুন আনতে পান্তা ফুরানোর দশা সেখানে পড়াশোনা চিন্তা করা দূরহ।

পরবর্তীতে তার বাবা দুরারোগ্য মরণব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হলে জীবনের কঠিন সময় পার করতে হয়।

২০১৯ সালে উন্নত চিকিৎসার অভাবে হার মেনে তার বাবা মৃত্যুবরণ করে এবং দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পরে চলতি বছরের জানুয়ারি মাসে তার মা ও মৃত্যুবরণ করেন।

করেরহাট ইউনিয়নের বদ্ধ ভবানী এলাকায় সরকারি অনাবাদি যায়গায় উপকার ভোগীদের লেবু বাগান করে সাবলম্বী হতে দেখে সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে আগ্রহ প্রকাশ করে এবং ২০১১ সালে নিজ এলাকায় সরকারি অনাবাদি যায়গায় উপকার ভোগী হিসেবে একান্ত প্রচেষ্টায় লেবু বাগান করে সেই লেবু বিক্রি করে সংসার খরচ ও সন্তানদের পড়াশোনার খরচের যোগান দেয়।

দীপক ত্রিপুরার ২ ছেলে ও ১ মেয়ে মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। বড় ছেলে বাবুল ত্রিপুরা (১৭) নিজামপুর সরকারি কলেজে (মানবিক বিভাগ) এইচএসসি প্রথম বর্ষ, মেয়ে সুবর্ণা ত্রিপুরা (১৫) করেরহাট কে এম উচ্চ বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ছোট ছেলে সাকিব ত্রিপুরা (১৩) একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষার্থী।

এবিষয়ে দীপক ত্রিপুরা বলেন, মাধ্যমিক স্কুল জীবনের শুরু থেকে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে, পারিপার্শ্বিক অবস্থার সাথে যুদ্ধ করে টিকে আছি তবুও কখনো হার মানি নাই। বর্তমানে জুম চাষ ও লেবু বাগানে আমরা স্বামীস্ত্রী কাজ করে জীবিকা নির্বাহ করি, সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে নিচ্ছি।

সাইবেনির খিল ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ার দীপক ত্রিপুরা জীবন যুদ্ধে লড়াই করে অত্যন্ত করুন অবস্থার মধ্য দিয়ে জীবন যাপনের বিষয়টি স্বীকার করেন করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন।

এবিষয়ে জানতে চাইলে সাইবেনির খিল ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ার হেডম্যান উষা ত্রিপুরা বলেন, আমার পাড়ার মধ্যে দীপক ত্রিপুরা খুবই দরিদ্র পরিবারের সন্তান যার পারিবারিক অবস্থা খুবই করুন। চার ভাইয়ের মধ্যে সে সবার বড় হওয়ায় এবং সংসারের অভাব অনটনের কারণে বাবার সাথে হাল ধরে তাই বেশি পড়াশোনা করতে পারেনি। সে অত্যন্ত নম্র ও খুব পরিশ্রমী। বর্তমানে সে কৃষিকাজ ও লেবু বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন