fbpx
সংবাদ শিরোনাম

কুয়াশামাখা হিমেল ভোরে জমিতে লাঙ্গল দিচ্ছেন কৃষক

                                           
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
কুয়াশামাখা হিমেল ভোরে জমিতে লাঙ্গল দিচ্ছেন কৃষক
কুয়াশামাখা হিমেল ভোরে জমিতে লাঙ্গল দিচ্ছেন কৃষক। ছবিঃ মুশফিকুর রহমান

হাল বা লাঙল সর্বভারতীয় অঞ্চলের আদিম কৃষিযন্ত্র। এক ধরনের যন্ত্র যা সাধারণত কৃষি কাজে ব্যবহার করা হয়। বীজ বপন অথবা চারা রোপনের জন্য, জমির মাটি তৈরি করবার ক্ষেত্রে হাল ব্যবহার করা হয়। কৃষি কাজের জন্য ব্যবহৃত এটি অন্যতম পুরাতন যন্ত্র। হাল চাষের ছবিটি মেহেরপুরের গাংনী থেকে পাঠিয়েছে মুশফিকুর রহমান

কুয়াশামাখা হিমেল ভোরে জমিতে লাঙ্গল দিচ্ছেন কৃষক

কুয়াশামাখা হিমেল ভোরে জমিতে লাঙ্গল দিচ্ছেন কৃষক। ছবিঃ মুশফিকুর রহমান

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন