শ্রীমঙ্গল প্রতিনিধিঃ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সভাপতি করোনা সম্মুখ যোদ্ধা সনজয় রায় রাজু ও শ্রীমঙ্গল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি শুভ্র রায়’র ছোট বোন বর্তমান ইংল্যান্ড প্রবাসী মিষ্টু রায় ও ভগ্নীপতি যোশেফ দাশগুপ্ত (যশো) পক্ষ থেকে উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী ও অর্থ দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা দেহ সৎকার কমিটির সরাসরি সৎকার কাজে যুক্ত সদস্য সুখদেব কৈরি ও দিবস মজুমদার’কে সোমবার (২ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাটে সম্মানী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা দেহ সৎকার কমিটির আহ্বায়ক সুশীল শীল,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সনজয় রায় রাজু, অর্জুন দাশ,অলক পাল, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী, সনজু দাস, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন সহ আরো অনেকেই।
অনুপ্রেরণামূলক কাজের জন্য সবাই প্রবাসী দম্পতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।তাদের সুন্দর, সুস্থ, সুখি জীবনযাপনের জন্য সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।