fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

এমপি জাফর আলম’র নির্দেশে পানি বন্দী মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিচ্ছে চবি ছাত্রলীগের নেতা মনসুর আলম

                                           
মোঃ সরওয়ার হোছাইন 
প্রকাশ : সোমবার, ২ আগস্ট, ২০২১

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় খাবার সংকটে থাকা পরিবারগুলোর মাঝে রান্না করা, শুকনো খাবার ও চাউল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ জাফর আলম এমএ।

এছাড়াও তিনি গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্নস্থানে কর্মতৎপরতার অংশ হিসেবে এখানে-ওখানে ছুঁটে যান।পানিবন্দী থাকা পরিবারগুলোর মাঝে চতুর্থ দিনের মতো এমপি জাফর আলমের পক্ষ থেকে অন্যান্য ইউনিয়নের পাশাপাশি কোনাখালী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের বন্যার্ত পরিবারগুলোর জন্য চাউল পৌঁছে দিয়েছেন।

এই কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয় কোনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শামসুল ইসলাম ও চবি ছাত্রলীগ নেতা, আগামী কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মনসুর আলমকে। তারা সারাদিন ধরে নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে ৩০০পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে

এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী বলেন, বন্যাকবলিত এলাকায় পানিবন্দি থাকা পরিবারগুলোর মাঝে এমপি মহোদয়ের পক্ষ থেকে রান্না করা বিরিয়ানী ও শুকনো খাবার ও চাউল বিতরণ কার্যক্রম অব্যাহতভাবে চলছে। এই পর্যন্ত ৩১ হাজার হাজার পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এতে বন্যা কবলিত এলাকার পরিবারগুলো খুব খুশি। এই তৎপরতা অব্যাহতভাবে চলবে,

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন