fbpx

হাইকোর্টের রায়ে জায়েদ খানের পদ বহাল

                                           
বিনোদন ডেস্ক
প্রকাশ : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ করেন চিত্রনায়িকা নিপুণ ।

৫ ফেব্রুয়ারি শনিবার, সন্ধ্যায় চিত্রনায়িকা নিপুণের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করেন এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

এরপর আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান। সোমবার জায়েদের আইনজীবী নাহিদ সুলতানা যুথি তার পক্ষে আবেদনটি করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করে জায়েদ খানের পদ বহালের নির্দেশ দেয় ও আপিল বোর্ডের রায়কে অবৈধ ঘোষণা করা হয়।

জায়েদ খান বলেন, ‘হাইকোর্টের রায়ে ন্যায় বিচার পেয়েছি। সোহান সাহেবরা অবৈধভাবে আমার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। হাইকোর্ট সেটা অবৈধ ঘোষণা করেছে।’

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন