fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন; পুনরায় সভাপতি ফরহাদ, সম্পাদক খালেক

                                           
মামুন অর রশিদ বিজন, মেহেরপুর
প্রকাশ : সোমবার, ১৬ মে, ২০২২
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন; পুনরায় সভাপতি ফরহাদ সম্পাদক খালেক

মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এম,এ খালেকের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘোষণা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দীন নাসিম।

মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ সম্মেলনের আয়োজন হয়। দুপুর সাড়ে ১১ টার দিকে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক এম এ খালেক ।

সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য শ্রী পিযূষ কান্তি ভট্টাচার্য , আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। কার্যনির্বাহী সদস্য , এ্যাড আমিরুল ইসলাম মিলন এমপি, পারভীন জামান কল্পনা , এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম পর্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়ানো, এবং পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে সাড়ে ১১ টার দিকে সম্মেলনের শুরু হয়।

সম্মেলনে সকাল থেকে জেলা শহরের বিভিন্ন প্রান্ত ছাড়াও সকল উপজেলা ও পৌরসভা  হতে নেতাকর্মীরা সম্মেলনে মিছিল সহকারে যোগ দেন। এতে লোকে লোকারণ্য হয়ে উঠে শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান ময়দান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বেলা সাড়ে ৪ টার দিকে সভাপতি হিসাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেক এর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দীন নাসিম। এছাড়া সহসভাপতি হিসেবে অ্যাড. মিয়াজান আলী, জিয়া উদ্দিন বিশ্বাস, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান, অ্যাড. ইয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক আড. ইব্রাহীম শাহীন, সদস্য পদে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীনের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন