fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

পুরান ঢাকায় জবি ছাত্রদলের দুই গ্রুপের বিক্ষোভ মিছিল

                                           
জবি প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
পুরান ঢাকায় জবি ছাত্রদলের দুই গ্রুপের বিক্ষোভ মিছিল

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার প্রতিবাদে ও জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপ।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল পালন করেন দলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, এলাকাবাসীর মিথ্যে দোহাই দিয়ে সিটি কর্পোরেশন বিদ্যালয়টির নাম পরিবর্তন করেছে। বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহাল করতে হবে। নাহলে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিবে।   এর আগে গতকাল ৩০ নভেম্বর স্কুলটির নতুন নামকরণ মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার কারনে ক্ষীপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা।
বি এন পি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে স্কুলের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।পরে নেতাকর্মীরা মিলে পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দেন।  জানা যায়, ২০০৬ সালে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ উদ্বোধন করেন।
সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন