fbpx
সংবাদ শিরোনাম
সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তীব্র তাপদাহেও গ্রীষ্মের সৌন্দর্য অমলিন ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হলেন প্রিয়ন ফুলছড়িতে প্রার্থীর প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় কর্মবিরতিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়ায় নিসচা’র নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে সরে দাড়ালেন মিকাইল হোসেন

আওয়ামী লীগ বিএনপি’র সম্প্রীতি

                                           
রোমায়েত হোসেন
প্রকাশ : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
আওয়ামী লীগ বিএনপি'র সম্প্রীতি

স্টাফ রিপোর্টারঃ দেশের দুইটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। কালের পরিক্রমায় তাদের মাঝে রয়েছে বহু দ্বন্দ্বের ইতিহাস। কিন্তু এরই মাঝে বিরল ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায়। যেখানে নির্বাচনে জয়ী আওয়ামী লীগ প্রার্থীকে মিষ্টি দিয়ে অভিন্দন জানান পরাজিত বিএনপি প্রার্থী।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু বক্কর সিদ্দিক ১২ হাজার ৯৫৮ ভোট পেয়ে জয়ী হন এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র আনোয়ার হোসেন পান ২ হাজার ৪২৩ ভোট।

ফলাফল প্রকাশের পর আবু বক্কর সিদ্দিকের জয়ের বিষয়টি মেনে নেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন। যার প্রেক্ষিতে মিষ্টি নিয়ে পৌরসভার কার্যালয়ে গিয়ে জয়ী প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তিনি বলেন, ‘জয়–পরাজয় থাকবেই। ভোটের ব্যাপারে যা–ই হোক না কেন, আমরা সবাই নালিতাবাড়ীর মানুষ। তাই আমি পরাজয় মেনে নিয়ে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বক্কর ভাইকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।’

বিজয়ী প্রার্থী আবু বক্কর বলেন, ‘আমি গত পাঁচ বছর মানুষের জন্য কাজ করেছি, মানুষের সেবা করে পাশে থাকার চেষ্টা করেছি। ভোটাররা তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন। আমি উপজেলা আওয়ামী লীগসহ সবার কাছে চিরকৃতজ্ঞ।’

উল্লেখ্য, আবু বকর সিদ্দিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আনোওয়ার হোসেন খান জেলা শহর বিএনপি’র আহ্বায়ক পদে দায়িত্বরত আছেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন