fbpx

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

                                           
অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

কয়েক ডজন এমপি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন, যা অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে সংগ্রাম করছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রশাসনের জন্য আরেকটি ধাক্কায়, অর্থমন্ত্রী আলী সাবরি তার নিয়োগের একদিন পরে এবং একটি ঋণ কর্মসূচির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে নির্ধারিত গুরুত্বপূর্ণ আলোচনার আগে পদত্যাগ করেছেন।

এর আগে গত ১ এপ্রিল তীব্র অর্থনৈতিক সংকটের জের ধরে সহিংস বিক্ষোভের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়।

১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দেশজুড়ে চলছে জ্বালানির হাহাকার। পরিবহন প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন শ্রীলঙ্কান জনগণ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন