fbpx

ভয়াবহ মূল্যস্ফীতির কবলে যুক্তরাজ্য 

                                           
তারেক রহমান হ্নদয়
প্রকাশ : শনিবার, ২১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে ৪০ বছরের মধ্যে রেকর্ড ৯ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতির হার। এক জরিপে বলছে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে দেশটির সাধারণ মানুষ।

রাশিয়া – ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। উন্নত দেশগুলোও এই পরিস্থিতি থেকে বাদ যায় নি। তবে উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে যুক্তরাজ্য। ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটির মূল্যস্ফীতি ৯ শতাংশ যা গেলো কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতির কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ সাধারণ শ্রমজীবী মানুষ।

এক বেলা কম খাবার খাচ্ছে ২৫ শতাংশ মানুষ। গ্যাস খরচ কমানোর জন্য প্রতি ৩ জনের একজন ঘর উষ্ণ করার হিটিং ব্যবস্থা বন্ধ রাখছেন৷ গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন ৫০ শতাংশ মানুষ।

ব্যাংক অব ইংল্যান্ড গর্ভনর বলেন, রুশ – ইউক্রেন সংঘাতের কারনে দেশের পুরো খাদ্য ব্যবস্থা ধসে পড়েছে। কারন এই দুটি দেশ গম, সার গ্যাসের অন্যতম প্রধান সরবারাহকারী দেশ। অন্যদিকে বেড়েছে জ্বালানীর দাম। যার ফলে স্বাভাবিক ভাবেই খাদ্যের দাম বেড়েছে। এই পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।

অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় বিরোধী দলের তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন