দেশান্তর প্রতিবেদন ২২ মে ২০২২ , ৪:৩৩:১৫
বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাব উপস্থাপনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রোববার (২২ মে) ঢাকায় সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব পেশ করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। এসময় অনলাইনে যুক্তহন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, অধ্যাপক আব্দুল মুঈদ, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান ও পার্থ সারথি লস্কর, সহযোগী অধ্যাপক ও কার্য নির্বাহী সদস্য শাহেদ আহমেদ, সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর ও শামীম নাসরিন সোনিয়া, ছাত্রনেতা মিজানুর রহমান লালান, মাইনুলসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের জন্য ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।