জাতীয়

হল বন্ধ রেখেই পরীক্ষা চলছে ঢাবির চারুকলা অনুষদে

  দেশান্তর প্রতিবেদন ৭ জানুয়ারি ২০২১ , ৬:০৯:৩৭

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই পরীক্ষা শুরু হয়েছে চারুকলা অনুষদে৷

অনুষদের ডিন বলছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্তেই পরীক্ষা নিতে হচ্ছে৷করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ জুলাই থেকে পুরোদমে অনলাইন ক্লাস শুরু হয়। নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের অনেকেই ঠিকভাবে ক্লাস করতে পারেননি।

এমন পরিস্থিতির মধ্যে ১০ ডিসেম্বর হুট করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয় ২৬ ডিসেম্বর থেকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা হবে, তবে করোনার কারণে হলগুলো বন্ধই থাকবে। এর বিরুদ্ধে সরব হয়েছে সব ছাত্রসংগঠন।

একাডেমিক কাউন্সিলের ওই সিদ্ধান্তের আলোকে ৩ জানুয়ারি থেকে চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের স্নাতক শেষ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে।
অনুষদটির ডিন নিসার হোসেন বলেন, ‘৩ জানুয়ারি থেকে চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। ১০ জানুয়ারির মধ্যে বাকি বিভাগগুলোতেও পরীক্ষা শুরু হবে। আমরা লাফিয়ে লাফিয়ে গিয়ে তো আর পরীক্ষা নিচ্ছি না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তেই পরীক্ষা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষা নিতে আমাদের একটি চিঠি দেওয়া হয়। ফরম পূরণের কিছু বিষয় থাকায় সব বিভাগে পরীক্ষা শুরু করতে একটু সময় লাগছে।’

নিসার হোসেন আরও বলেন, ডিসেম্বরে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বলা হয়, শিক্ষার্থীদের একটি অংশ নাকি বিসিএস পরীক্ষায় অংশ নেবে বলে পরীক্ষা দিতে রাজি হয়েছে। এর ভিত্তিতে বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগে পরীক্ষা হয়েছে, সেখানে শিক্ষার্থীরা বলেছেন, তাঁদের থাকার ব্যবস্থা নিজেরাই করবেন। কারণ, বিশ্ববিদ্যালয় হল খুলবে না, অর্থাৎ শিক্ষার্থীদের আবাসনের দায়িত্ব কর্তৃপক্ষ নেবে না। তিনি আরও বলেন, ‘কয়েকটি বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছে, একই কারণে আমাদের অনুষদেও হচ্ছে।’

এদিকে হল খোলার বিষয়ে গত ২৪ ডিসেম্বর উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, করোনা পরিস্থিতিতে আবাসিক হল খোলার জন্য ‘জাতীয় সিদ্ধান্ত’ লাগবে। উপাচার্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ বিষয়ে ‘হঠকারী সিদ্ধান্ত’ নেওয়া হলে বড় আকারের ঝুঁকি তৈরি হবে এবং আন্তর্জাতিকভাবেও কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে যে বাংলাদেশের জাতীয় সিদ্ধান্ত এক রকম আর ঢাকা বিশ্ববিদ্যালয় ভিন্ন একটি সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে অন্য দিকে নিয়ে যাচ্ছে৷

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 12

Sponsered content