বিশেষ প্রতিবেদন

নলডাঙ্গায় পাকুড় গাছ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

  দেশান্তর প্রতিবেদন ১৯ মে ২০২২ , ৫:২৬:১১

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ইয়ারপুর স্লুইজ গেট সংলগ্ন প্রায় শত বছরের পুরোনো পাকুড় গাছ বিক্রয়ের জন্য নিলামের নির্দেশ দিয়েছে নাটোর পানি উন্নয়ন বিভাগ।

বৃহস্পতিবার (১৯ মে) গাছ বিক্রয়ের নিলাম বন্ধ ও গাছ রক্ষায় মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। এসময় তারা বলেন ইয়ারপুরের প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই পাকুড় গাছ।

প্রায় শত বছরের পুরোনো এই গাছ কেটে, প্রকৃতি ধ্বংস করে-এমন হটকারী সিদ্ধান্ত মেনে নেয়ার মত নয়। কিছু ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী সুন্দর গাছ কাটার এমন ষড়যন্ত্র করেছে।

সারাদিন পরিশ্রম করা আমাদের গ্রামের ক্লান্ত কৃষকেরা এই গাছের নিচে বসে বিশ্রাম নেয়, এই গাছ নিধন করলে অনেক ক্ষতিগ্রস্ত ও শত বছরে পুরোনো একটি সৌন্দর্যমন্ডিত ঐতিহ্যেরবাহক গাছ হারাবে এলাকাবাসী।

ইয়ারপুর গ্রামবাসি প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সহ সকলের হস্তক্ষেপ কামনা করে বলেন, বৃক্ষ নিধন করে প্রকৃতির বৈচিত্রকে খুন করার এই নিষ্ঠুর চক্রান্তের প্রতিকার চাই আমরা সবাই।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 224

Sponsered content