ক্যাম্পাস

কৃষ্ণচূড়া আর জারুলের বর্ণিল সমাগমে মুখোরিত কুবি

  দেশান্তর প্রতিবেদন ১৬ মে ২০২২ , ৫:০৫:৪৮

কুবি প্রতিনিধিঃ মনোরম সৌন্দর্যের অনন্য বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। বরাবরের মতই সৌন্দর্য ছড়াচ্ছে দিগ্বিদিক। দেশের মধ্য-পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লায় অবস্থিত বিদ্যাপীঠ কুবি । কুমিল্লা শহর থেকে ৯-১০ কিলোমিটার দূরবর্তী ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয়টি লাল মাটির ক্যাম্পাস বলেই পরিচিত এবং খ্যাতি ছড়িয়েছে। কমতি নেই বাহারি রুপ প্রদর্শনেও । গ্রীষ্মের খরতাপে যখন অতিষ্ট চারপাশ, ঠিক তখনি মনোমুগ্ধকর দৃশ্যে চমৎকৃত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আঁকাবাঁকা রাস্তা,লাল পাহাড়ের ছোট টিলা, টিলার ফাঁকে বিভিন্ন অনুষদ,হল থেকে শুরু করে প্রতিটি অবকাঠামো। সর্বত্রই যেন প্রকৃতির আলিঙ্গন।প্রধান ফটক পেরিয়ে গোলচত্বর, সুশোভিত কৃষ্ণচূড়ার রঙে, গোলচত্বর পেরিয়ে চতুর্মুখী পথে দেখা মিলছে রক্তিম ফুলেল প্রকৃতি। মুক্তমঞ্চ পেরিয়ে শহীদ মিনারের পথে হাঁটতে থাকলে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার জুড়ে দেখা মিলবে বেগুনি রাঙা জারুল ফুলের, মনের আনন্দে একগুচ্ছ ফুল হাতে নিয়ে মহা আগ্রহে ফ্রেম বন্দী করতে দেখা যায় অনেককেই।

পুরো প্রতিবেশটুকুই যেন সৃষ্টিকর্তার হাতে গড়া একখন্ড স্বর্গ,কমতি নেই কোন কিছুতেই। শেষ বিকেলে দেখা মিলে দর্শনার্থীদের।লাল কৃষ্ণচূড়ার ফাঁকে নীল শাড়িতে মন উজাড় করে প্রকৃতিতে মিশে যাচ্ছেন কেউ কেউ। বাহারি রঙে রাঙা নবদম্পতিদের আনাগোনাও কম নয়। তীব্র তাপদাহে একটু প্রশান্তির খোঁজে অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমিকে আলিঙ্গন করছে প্রকৃতিপ্রেমীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ছড়িয়ে পড়ছে সর্বত্র, বিদ্যাপীঠটির দ্যোতি ছড়াবে রক্তিম কৃষ্ণচূড়ার স্ফুলিঙ্গের ন্যায়। সৌন্দর্য পিপাসুদের তৃষ্ণা মেটাবে যুগের পর যুগ,খ্যাতির শীর্ষে রয়ে যাবে কুবিয়ানদের শ্রেষ্ঠত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content