বাংলাদেশ

বেরোবি ভিসিকে ফেরাতে আন্দোলনে শিক্ষক- কর্মকর্তারা

  দেশান্তর প্রতিবেদন ৭ জানুয়ারি ২০২১ , ২:১৩:৩৬

নিজস্ব প্রতিবেদক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসমুখী করতে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এবং অর্থ ও হিসাব দফতরের পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিমসহ অন্যান্যদের।
ভিসিবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের পক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের শর্ত ভেঙে মাসের পর মাস ঢাকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে। উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। উপাচার্য ক্যাম্পাসে না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অবরুদ্ধ উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, আন্দোলনকারীদের দাবি উপাচার্যকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 34

Sponsered content