ক্যাম্পাস

জবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের কমিটি গঠন

  দেশান্তর প্রতিবেদন ২২ এপ্রিল ২০২২ , ১১:৩৬:৩৬

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) মার্কেটিং বিভাগের বিতর্ক সংগঠন মার্কেটিং ডিবেটিং ক্লাব, জবি এর নতুন কমিটি গঠিত হয়েছে। ২১ এপ্রিল,২০২২ বৃহস্পতিবার বিভাগের পক্ষ হতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নবগঠিত এ কমিটির সভাপতি বিভাগের ১২ তম ব্যাচের মো. জহির উদ্দিন এবং সাধারণ সম্পাদক বিভাগের ১২ তম ব্যাচের মহিতুল ইসলাম খান।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো. আবুল বাশার ও দেওয়ান সৈয়দ ফারহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফী তরফদার ও হাসান মাহমুদ।

সাংগঠনিক সম্পাদক তরুণ সাহা, অর্থ সম্পাদক নাদিম আহমেদ ও সহ অর্থ সম্পাদক আবুল বাশার অফি, প্রচার সম্পাদক মো. ফাহিম আহমেদ ও সহ প্রচার সম্পাদক সাদিয়া সায়মা মৌ, দপ্তর সম্পাদক পারভেজ খান ও সহ দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, প্রশিক্ষন ও কর্মশালা সম্পাদক জুবায়ের হোসেন নওশাদ,তথ্য ও গবেষণা সম্পাদক সুমনা আক্তার, সাহিত্য বিষয়ক সম্পাদক নুহু শেখ এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, সাইফুল হোসেন, তামিম রেজা উদ্যান, অমি মাহমুদ, নাঈমুল হাসান, সৈয়দ জুনায়েদ।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ও মার্কেটিং ডিবেটিং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, নতুন কমিটিকে অভিনন্দন এবং একইসাথে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ থাকবে। আমাদের শিক্ষার্থীরা আত্মউন্নয়নমূলক কাজে আরও ভাল করবে এটাই প্রত্যাশা।

মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক বিদ্যুৎ কুমার বালো বলেন, নিজেকে তুলে ধরার জন্য বিতর্ক অন্যতম সৃজনশীল মাধ্যম। আমাদের শিক্ষার্থীদের এমন সৃজনশীল কাজে সবসময় পাশে থাকার চেষ্টা করব।

ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেন, আমরা দায়িত্বে আসার আগেই একটি সফল আন্তঃবিভাগ বিতর্ক টুর্ণামেন্ট আয়োজন করেছি। বিভাগের সহযোগিতা এবং আমরা সহ সংগঠনের সবার পরিশ্রমে এমন আরও সুন্দর আয়োজন উপহার দেয়ার চেষ্টা করব। বিভাগের বিতর্ক উন্নয়ণই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য

উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২২ (মঙ্গলবার) এ কমিটি গঠন হলেও বিভাগের একাডেমিক কাউন্সিলের অনুমোদন, ক্লাবের নামে ব্যাংক হিসাব খোলা সহ কিছু আভ্যন্তরীণ কাজের জন্য কমিটি আনুষ্ঠানিক প্রকাশ করা হয়নি। এখন ক্লাবটি বিভাগের একাডেমিক কাউন্সিল অনুমোদিত একটি স্বতন্ত্র সংগঠন এবং “মার্কেটিং ডিবেটিং ক্লাব,জবি” নামে অগ্রণী ব্যাংক জবি শাখায় একটি ক্লাবের ব্যাংক হিসাব খোলা আছে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content