দেশান্তর প্রতিবেদন ২০ এপ্রিল ২০২২ , ৫:১৭:৫৭
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম হল শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) হলের ডাইনিং রুমে এ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হলের নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রামিম আহমেদের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে, হলে শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় আপনারা ছাত্রলীগের কর্মী হিসেবে সর্বদা তাদের পাশে দাঁড়াবেন। ছাত্রলীগের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবসময় তৎপর থাকতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতার পতাকাবাহী সংগঠন। এছাড়া মাহে রমজানের মহিমান্বিত সময়ে সকলে একসাথে সুন্দর এক পৃথিবী গড়ব এটাই আমাদের প্রত্যাশা।
শাহ্ মখদুম হলের সভাপতি তাসবীঊল হাসান অপূর্বের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু প্রমুখ।