ফিচার

ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃত্বে শিমুল-মুছা

  দেশান্তর প্রতিবেদন ৭ জানুয়ারি ২০২১ , ১:৫০:১৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) দ্বিতীয় মেয়াদে ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকার নিউজ ও সাপ্তাহিক শীর্ষ খবরের ক্যাম্পাস প্রতিনিধি জাফর আহমেদ (শিমুল) ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের ক্যাম্পাস প্রতিনিধি ওয়াহিদ তাওসিফ মুছা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিআইইউসাসের তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ফাইজুল হক নোমান, উপদেষ্টা মাসুদুর রহমান ও উপদেষ্টা ইউসুফ আল রাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছর মেয়াদে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ব পশ্চিম ও সময় সংযোগ২৪ এর মকবুল হোসাইন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন পিবিএন২৪ এর ক্যাম্পাস প্রতিনিধি মাহমুদুল হাসান ও দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সাদিয়া তানজিলা সানভি।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির ক্যাম্পাস প্রতিনিধি সিরাজুম মুনিরা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক দিনের শুরু এর ক্যাম্পাস প্রতিনিধি কাজী ফিরোজ আহমেদ, সহ-দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক কালের সংবাদের ক্যাম্পাস প্রতিনিধি সাজিদ হাসান, অর্থ সম্পাদক হিসেবে সময় জার্নাল ও ইউনাইটেড নিউজ২৪ এর ক্যাম্পাস প্রতিনিধি ইসমাম হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে বিডিনিউজ গ্লোবালের তানজিলা আক্তার লিজা, নারীবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভার্সিটি ভয়েসের ইসরাত জাহান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদ হাসান পিয়াস এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দ্য ক্যাম্পাস টুডের মিহাদুল ইসলাম মিজান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আরএম রাহাত ইসলাম (দৈনিক আলোকিত ভোর), রুহুল আমিন (ইনিউজ৭১) এবং তানভীর রহমান (পিআরবি নিউজ২৪)।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 16

Sponsered content