সারা বাংলা

রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

  দেশান্তর প্রতিবেদন ৫ এপ্রিল ২০২২ , ৯:২২:৪৫

আগাম ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর ৬টার দিকে রংপুরে এই কর্মবিরতি পালন শুরু করেন পরিবহন শ্রমিকরা। তবে কর্মবিরতির আওতামুক্ত রয়েছে এনা  এবং শাহ্ ফতেহ আলী পরিবহন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ কর্মসূচীর বিষয়টি অস্বীকার করেছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতাদের মধ্যস্ততায় মালিক পক্ষের সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content