দেশান্তর প্রতিবেদন ১ এপ্রিল ২০২২ , ১২:২৩:৫৭
বাঙালি জাতিরাষ্ট্রের স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর আয়োজনে “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও একুশ শতকের বাংলাদেশ” শীর্ষক এক ওয়েবিনার ৩১/০৩/২০২২ তারিখ রাত ৮.০০ ঘটিকায় জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সম্মানিত সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর সাবেক সভাপতি অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। উক্ত প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোঃ নুরে আলম আবদুল্লাহ এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য ড. মোঃ আব্দুস সামাদ।
ওয়েবিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী তাঁর প্রবন্ধে বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে যেদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই দেশ তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অধ্যাপক ড. জাকারিয়া মিয়া তাঁর আলোচনায় বলেন বঙ্গবন্ধুর আশপাশে যেমন খন্দকার মোশতাকের মত ঘাপটি মেরে থাকা লোক ছিল তেমনি বর্তমান সরকারেও খোন্দকার মোশতাকের মত লোকের অনুপ্রবেশ ঘটেছে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের উন্নয়নকাজে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন সাম্প্রদায়িক বিবেচনায় উপমহাদেশে বিভিন্ন দেশের সৃষ্টি হলেও বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন যার মূলনীতি হচ্ছে রাষ্ট্রের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া। প্যানেল আলোচকবৃন্দ ছাড়াও উন্মুক্ত আলোচনায় সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় ঔষধ শিল্প আধুনিকায়নে বঙ্গবন্ধুর অবদান উঠে আসে।
নীলদলের দপ্তর সম্পাদক জনাব কাজী ফারুক হোসেন এর সঞ্চালনায় উক্ত ওয়েবিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর, ওয়েবিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সামাদ ও বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।