দেশান্তর প্রতিবেদন ১৫ মার্চ ২০২২ , ৭:৪৭:৪৭
ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এ র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় সিওয়াইবি’র ইবি শাখার সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল।
এছাড়াও সংগঠনটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আক্তার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক আজিজুল হক মিরাজসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি শাহেদুল ইসলাম বলেন, ’ভোক্তার অধিকার সংরক্ষণে সকলের সোচ্চার হওয়া উচিৎ। বিভিন্নভাবে প্রতিনিয়ত ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে আমরা যদি একটু সচেতন হয় তাহলে আমরা যেমন উপকৃত হবো তেমনি উপকৃত হবে সমগ্র দেশের মানুষ।’