দেশান্তর প্রতিবেদন ৮ মার্চ ২০২২ , ৪:৪০:১৪
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বিশ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিঞ্চুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পুলিশ মূর্তি পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। প্রাচীন মূর্তিটি আদালতের সিন্ধান্তের পর পরবর্তীতে হস্তান্তর করা হবে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক সবুজ মিয়া,এসআই ছলেমান আলী,সহকারি উপপরিদর্শক জালাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার।
খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো.কাওছার আলী এর বাড়ীতে অভিযান চালায়। অভিযানে কাওছার আলীর মাটির বাড়ীর সিঁড়ির কাছ থেকে মূল্যবান কালো পাথরের (কথিত কষ্টি পাথরের) মৃর্তি উদ্ধার করে।
৩০ ইঞ্চি দৈর্ঘ্য, ১৪ ইঞ্চি প্রস্ত এবং ৩৩ কেজি ওজনের মূর্তিটির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পত্নীতলা উপজেলার মধইল গ্রামের মৃত বদর উদ্দিন চৌধুরীর ছেলে মোজাম্মেল হক চৌধুরী ওরফে হেলাল চৌধুরীস(৫৫) এবং একই উপজেলার আকবরপুর গ্রামের মৃত অছির উদ্দিন ছেলে আলতাব হোসেন (৫০) কে আটক করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার মূল নায়ক কাওছার আলী পালিয়ে যায়। তিনি ধারণা করছেন ভারতে পাচারের উদ্দেশ্যে ওই মূর্তিটি কাওছার আলীর বাড়ীতে নেয়া হয়েছিল। সুযোগ বুঝে সেটি পার্শ্ববর্তী ভারতে পাচার করতো। মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
আটক আসামীদের নওগাঁ কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এব্যাপারে পুলিশের পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভূক্ত করা হয়েছে।