ফিচার

অরুণ বর্মনের নতুন বই “রক্তে মুজিব” বিক্রয় শীর্ষে

  দেশান্তর প্রতিবেদন ২ মার্চ ২০২২ , ৫:৫৪:১৭

অরুণ বর্মন-এর নতুন বই “রক্তে মুজিব”

শাবলু শাহাবউদ্দিন;

 

এবারের অমর একুশে গ্রন্থমেলায় জনপ্রিয় কবি ও গল্পকার অরুণ বর্মন-এর নতুন বই ‘”রক্তে মুজিব” প্রকাশিত হয়েছে। বইটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে লেখা ৫৭টি কবিতায় সাজানো হয়েছে। যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য জানার সুযোগ রয়েছে। বইটি প্রকাশ করেছে গাঙচিল প্রকাশনী, স্টল নং ৬২০।

নিজের এই বই সম্পর্কে কবি অরুণ বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে সহজ সরল এবং সাবলীল ভাষায় ছন্দায়িতরূপে লেখা তাঁর বইটি পড়ে পাঠক সমাজ যেমন বঙ্গবন্ধু সম্পর্কে অনেক তথ্যও জানতে পারবে তেমনি বঙ্গবন্ধুকে পড়ার আগ্রহ তৈরি হবে। এর কিছু কিছু কবিতা পাঠক সমাজকে আবেগে মথিত করবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করার ক্ষেত্রে তাঁর এই বইটি যথেষ্ট ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। বইটি তিনি উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।

বঙ্গবন্ধুর ওপর ৬৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন শফিকু্র রহমান। দারুণভাবে সাজানো হয়েছে বইটির নানা আয়োজন। বিষয়বস্তু ছাড়াও ভাষার ব্যবহার, উপস্থাপন শৈলী আর অনুভূতির ব্যবচ্ছেদ পাঠককে মুগ্ধ করবে। বইটির মূল্য করা হয়েছে ২০০/=

এর আগে ২০২১ সালে অরুণ বর্মন-এর “কচিকাঁচার সন্দেশ” একটি চমৎকার শিশুতোষ কাব্যগ্রন্থ অনন্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। বইটি শিশুদের উপযোগী চমৎকার চমৎকার ৫৬টি কবিতার সমন্বয়ে রচিত। বইটি যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে।

কবি অরুণ বর্মনের জন্ম খুলনা জেলার দাকোপ থানার অন্তর্গত চান্নির চক গ্রামের পৈতৃক নিবাসে। বর্তমান তিনি আমদাবাদ কলেজ, সদর, যশোর-এ সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন এবং যশোর শহরেই স্থায়ীভাবে বসবাস করছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে জনপ্রিয় পত্র পত্রিকা নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। তিনি ইতোমধ্যে কবি, গল্পকার ও শিশুসাহিত্যিক হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন