দেশান্তর প্রতিবেদন ২ মার্চ ২০২২ , ১০:২৬:৩৩
ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২রা মার্চ) রবীন্দ্র নজরুল কলাভবনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৬ জন ভর্তিচ্ছু অংশ নেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বিভাগসমূহে জিএসটি মার্কসের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করালেও ব্যবহারিক বিষয় হওয়াই চারুকলা বিভাগে ভর্তিচ্ছুদের আলাদা ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন আহবান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার প্রেক্ষিতে ৩০ আসনের বিপরীতে ৮৫১ জন শিক্ষার্থী আবেদন করে। আজ পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৬ জন। যা মোট আবেদনকারীর শতকার ১২ শতাংশ। কিছু শিক্ষার্থী আবেদন না করে পরীক্ষায় অংশগ্রহণ করায় তাদের খাতা বাতিল করা হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড.জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, ’সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা খুব শীঘ্রই ফল প্রকাশ করবো’।