ফিচার

কবি মোঃ রাসেল হাসানের প্রথম

  দেশান্তর প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ৩:৩৫:৪৭

মোঃ রাসেল হাসানের ”জ্যোৎস্নাধোয়া রাত”

শাবলু শাহাবউদ্দিন;

 

গত অমর একুশে বইমেলা ২০২১শে কবি মোঃ রাসেল হাসান এঁর প্রথম একক কাব্যগ্রন্থ ‘জ্যোৎস্নাধোয়া রাত’ প্রকাশিত হয়। বইটি প্রকাশ করেছে ‘সময়ের সুর’ প্রকাশন। অনলাইন বুকশপ রকমারিসহ বেশ কয়েকটি লাইব্রেরিতে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি নিয়ে কবি মোঃ রাসেল হাসান বলেন, আমি তৃতীয় শ্রেণী থেকে কবিতা লেখার চেষ্টা করি। বাল্যবেলায় জেনেছিলাম মাত্র পনের বছর বয়সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ (বনফুল) প্রকাশিত হয়। এরপর কোনো কিশোর প্রভাতে আমার মনে এক দুরন্ত বীজ বপন হয় যে- আমি বিশ্বকবির রেকর্ড ভেঙে চৌদ্দ বছর বয়সে বই প্রকাশ করবো। তাঁর চেয়ে কম বয়সে বই প্রকাশ করা মানে- তাঁর চেয়ে বড় মাপের কবি বা তাঁর মতো কবি এটা আমি বলছিনা কিন্তু। বরং এটা হয়তো আমার পাগলামি। বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা বইটির প্রসঙ্গকথা লিখেছেন। লেখাটি পড়ে বইটি প্রকাশের আরো অনপ্রেরণা পাই।

৬৪পৃষ্টার এ বইটির প্রচ্ছদ করেছেন ফাতেমাতুন নুর। প্রসঙ্গকথা লিখেছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। তিনি লিখেন, “শুনেছি সে ( কবি মোঃ রাসেল হাসান নাকি মাত্র নবম শ্রেণীতে পড়ে। (তখন, এখন দশম)। এত অল্প বয়সে কিভাবে গাঁথতে পারে এত সুন্দর ছান্দসিক কথামাল্য, তা সত্যিই অকল্পনীয়। জ্যোৎস্নাধোয়া রাত নামক কাব্যগ্রন্থটিতে স্থানকৃত প্রতিটা কবিতা আপনাকে হারিয়ে নিয়ে যাবে উদাসীন কল্পরাজ্যের প্রফুল্ল বাগিচায়…..।”

জ্যোৎস্নাধোয়া রাত কাব্যগ্রন্থে প্রেম, বিরহ, বিদ্রোহ, মুক্তিযুদ্ধের চেতনা ও লেখকের যাপিত জীবনের নিটোল প্রতিচ্ছবি ফুটে উঠেছে ধ্রূপদীভাবে। বইটি নিয়ে সর্বস্তরের পাঠক-পাঠিকাদের প্রশংসা লক্ষনীয়।

কবি মোঃ রাসেল হাসান এর যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ৮টির বেশি। তাঁর কবিতা বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। “বাংলাদেশ সমকালীন কবি পরিষদ সম্মাননা ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা-২০২০” তিনি পেয়েছেন। কবিতার পাশাপাশি তিনি লিখছেন নাটকও। সম্প্রতি অভিনয় করেছেন একটি সিনেমাতেও।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 16

Sponsered content