ক্যাম্পাস

নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদে নতুন ডিন

  দেশান্তর প্রতিবেদন ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ১:২৩:৫৩

নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এস এম মাহবুবুর রহমান।তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নতুন ডিন হিসাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। নিয়োগ পাওয়ার বিষয়টি ড. এস এম মাহবুবুর রহমান নিশ্চিত করেন।

ড. এস এম মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ভারতের আগরতলার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।তিনি ২০১৮ সালের ১৬ এপ্রিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।বর্তমানে তিনি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক হিসেবে দায়িত্বপালন করছেন।

নতুন ডিন নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া ও সহযোগিতায় ব্যবসায় প্রশাসন অনুষদকে শিক্ষা ও গবেষণায় অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content