দেশান্তর প্রতিবেদন ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ৫:২৬:১০
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে রাস্তা অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গাছ দিয়ে রাস্তা অবরোধ করেন তারা। এসময় তারা রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের অবরোধে একাত্মতা পোষণ করেন সালমানপুর এলাকাবাসী । জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ শুরু হয় গত বছরের আগস্ট মাস থেকে । শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা ও দায়সারা মনোভাবের কারণে খোঁড়াখুঁড়ির মাঝেই সীমাবদ্ধ থাকে এ রাস্তা সংস্কার কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পিকনিক স্পট থাকায় এ রাস্তায় সবসময়ই চলাচল করে ভারী যানবাহন। ফলে রাস্তার ধুলোবালির কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীরা। আশেপাশের মেস এবং আবাসিক হলের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই ক্যাম্পাসে যাতায়াত করেন। এছাড়াও রাস্তার আশেপাশে রয়েছে খাবারের হোটেল ও মুদি দোকান, ধুলোবালির কারণে সেগুলোর পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে ওঠছে।
এবিষয়ে প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দীন বলেন, এই রাস্তা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ না। তাই চাইলেও আমরা সহজে কিছু করতে পারবো না। এখন আমরা উপাচার্য স্যারের সাথে কথা বলে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ-আলোচনা করে দ্রুত শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের চেষ্টা করব।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানাবো, তিনি যে ব্যবস্থা নেন তার বাস্তবায়ন শীঘ্রই আপনাদের দৃষ্টিগোচর হবে ।