শিক্ষা ও সাহিত্য

ছাই-রঙা ভালবাসা | সৌরভ পাল

  দেশান্তর প্রতিবেদন ২১ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৫৭:৪০

ছাই-রঙা ভালবাসা

সৌরভ পাল

বুকের মাঝে জমানো পাহাড়,

পুঁতিগন্ধময় নর্দমা,

ক্লেদাক্ত সময়,

আর, আর দুমড়ে-মুচড়ে যাওয়া বিশ্বাস ;

বেঁচে আছি, আর আছে রঙহীন দীর্ঘশ্বাস!

তরল-বিষকে ঘৃণা করতাম ;

আজ মাঝে-মাঝে যখন পুরানো স্মৃতি হাতড়াই

তখন ঐ বিষকেও অমৃত মনে হয়।

তবুও মনে-মনে প্রতিজ্ঞা করি,

এই বিষাক্ত স্বপ্নের সামিল আর হবো না

কিন্তু প্রতি মুহূর্তে জীবন্ত স্মৃতির লাশ ভেসে ওঠে

আর আমাকে একটু-একটু করে বিষের মাদকতা পেয়ে বসে!

আগুনে ভীষণ ভয় ছিল

কিন্তু যেদিন বুকের মাঝে দাউ-দাউ করে জ্বলতে শুরু করল—

সব ভয় কেটে গেল।

এখন আর ভয় পাই না—

পুড়ে-পুড়ে মাটির শক্ত তাল হয়ে গেছি

আর যা ভেজাল ছিল, সব ছাই হয়ে গেছে!

এখন আমার সম্বল বলতে, একগুচ্ছ ছাই-রঙা ভালবাসা—

বিষের মাদকতায় চুর, প্রাণহীন-নিস্তেজ-কালো-কঙ্কাল ন্যায়!

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 24

Sponsered content