ক্যাম্পাস

ইবিতে চার সহকারী প্রক্টর নিয়োগ

  দেশান্তর প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৩৯:০৫

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে চার শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে, সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম ও ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল ইসলামকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ দুইজনের স্থলে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড . মোঃ আমজাদ হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদুর রহমান টিটুকে দ্বিতীয় মেয়াদে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুব আলমকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী এক বছর তারা সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content