খেলাধুলা

স্পিনিং কন্ডিশনে খুশি মুজিব উর রহমান

  দেশান্তর প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৩১:৫২

বাংলাদেশের কন্ডিশন এমনিতেই আফগানিস্তানের ক্রিকেটারদের চেনা। এবার সেখানে দুই দলের সিরিজের ঠিক আগে বিপিএল খেলা ও সিলেটে ক্যাম্প করার সুযোগ। সব মিলিয়ে আফগানরা দারুণ স্বস্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামবে বলে মনে করেন আফগানিস্তানের স্পিন বোলার মুজিব উর রহমান।

বিপিএলে অষ্টম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মুজিব উর রহমান। এখন পর্যন্ত তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। দলের জয়ে রেখেছেন অবদান। এরপরেই তার এই সন্তুষ্টি প্রকাশ বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তাতে কোনো সন্দেহ নেই।

ফরচুন বরিশালের অনুশীলন শেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুজিব বললেন, কন্ডিশন ও উইকেটের কারণে তারা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন বাংলাদেশের বিপক্ষে।

“আগেও আমরা বাংলাদেশে এসেছি, অনেক সিরিজ খেলেছি। এবার আসতে পেরে খুশি। বিপিএল শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আছে আমাদের। এখানকার স্পিনিং কন্ডিশনে আমরা খুশি। এশিয়ার অন্যান্য উইকেট তো বটেই, ঢাকা-চট্টগ্রাম-সিলেটের উইকেট আমাদের জন্য ভালো।”

মুজিব বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলগুলির ওয়ানডেতে পয়েন্ট দরকার। সব দলই জিততে চায় ও পয়েন্ট পেতে চায়। তিনটি ওয়ানডে এখানে।’

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 170

Sponsered content