ক্যাম্পাস

জাবিতে ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বশরীরে ব্যবহারিক ক্লাস ও তত্ত্বীয় পরীক্ষা শুরু

  দেশান্তর প্রতিবেদন ৩১ জানুয়ারি ২০২২ , ১২:৪০:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুনরায় শুরু হচ্ছে স্বশরীরে ব্যবহারিক ক্লাস ও তত্ত্বীয় পরীক্ষা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ব্যবহারিক ক্লাস ও থেমে থাকা সকল তত্ত্বীয় পরীক্ষা কার্যক্রম ফের চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।

গতকাল রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, ৭ ফেব্রুয়ারি থেকে থেমে থাকা সকল ব্যবহারিক ক্লাস, তত্ত্বীয় পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা স্বশরীরে গ্রহণ করতে পারবে বিভাগগুলো। তবে এক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা ও ক্লাস গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিধির ব্যাপার জোর আরোপ করে বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে আরও জানানো হয়, অনলাইনে চলমান সাধারণ ক্লাসসমূহ অনলাইনেই চলবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণ করা যাবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি, ২০২১ তারিখে ক্যাম্পাসে চলমান স্বশরীরে পরীক্ষাসমূহ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রেখে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বিজ্ঞপ্তিটি দেওয়ার পর স্বশরীরে স্থগিত থাকা পরীক্ষাসমূহ গ্রহণ করতে নতুন করে রুটিন প্রণয়ন করে পরীক্ষাগুলো গ্রহণ করতে আর কোন বাঁধা রইলো না বিভাগগুলোর।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content