শিক্ষা ও সাহিত্য

বাংলা ভাষা | আরমান হিমেল

  দেশান্তর প্রতিবেদন ৩০ জানুয়ারি ২০২২ , ৯:০৩:৩২

বাংলা ভাষা
মোঃ আরমান হিমেল
বাংলাদেশে জন্ম আমার,
বাংলা আমার বোল,
বাংলা আমি শিখি প্রথম,
বসে মায়ের কোল।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলায় কথা বলি,
বাংলার রুপে মুগ্ধ হয়ে,
বাংলার পথে চলি।
বাংলা আমার প্রিয় ভাষা,
বাংলায় গাই গান।
বাংলা ভাষায় জুড়িয়ে যায়,
আমার মন ও প্রাণ।
বাংলায় বলে কামার-কুলি,
বাংলায় বলে চাষা,
বুক ফুলিয়ে বলি মোরা,
বাংলা মোদের ভাষা।
রাষ্ট্রভাষা বাংলার জন‍্য,
ঝরল তাজা প্রাণ।
বীর শহীদের রক্তে পেলাম,
বাংলা ভাষার ঘ্রাণ।
যাদের জন‍্য পেলাম আজি,
বাংলা বলার অধিকার।
তোমাদের জন‍্য ভালোবাসা,
তোমরাই মোদের অহংকার।
সংবাদটি শেয়ার করুন