সারা বাংলা

দেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় নিয়োগ পেলেন মিজানুর রহমান

  দেশান্তর প্রতিবেদন ৬ আগস্ট ২০২১ , ২:১২:৫৭

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ বহুল প্রচারিত জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোক্তা ও আহবায়ক মিজানুর রহমান।

শুক্রবার(৬ আগস্ট) পত্রিকার সম্পাদক ড. খান আছাদুজ্জামান কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য মিজানুর রহমানকে নিয়োগপত্র প্রদান করেন।

মিজানুর রহমান এশিয়ান টেলিভিশন ও স্থানীয় পত্রিকা দৈনিক রুপালী সৈকতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তরুণ এই সংবাদকর্মী ২০১৮ সালে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যেমে সাংবাদিকতা শুরু করেন। তার বাড়ী কুতুবদিয়া উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনির বাসিন্দা মৃত লোকমানের পুত্র।

সাংবাদিক মিজানুর রহমান বলেন, সমৃদ্ধির সহযাত্রী হয়ে দেশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা নিয়ে কাজ করে আসছে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাটি। তাকে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি কক্সবাজার জেলা৷ ও উপজেলার সিনিয়র সাংবাদিক ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content