দেশান্তর প্রতিবেদন ৪ জুলাই ২০২১ , ৬:০১:১৮
যশোর প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ রোধে সপ্তাহে তিন দিন পাসপোর্টধারী যাত্রীদের ভারতে আসা যাওয়া নির্দেশনা জারি করেছে বেনাপোল ইমিগ্রেশন তবে শর্ত সাপেক্ষে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এ নির্দেশনা শনিবার (৩ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশন আসে। বিকালে বিষয়টি নিশ্চিত
করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আহসান হাবীব।
তিনি বলেন সপ্তাহে তিন দিন ভারত থেকে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন এ তিন দিন হল রোববার মঙ্গলবার ও বৃহস্পতিবার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি পত্র ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ভারতে এসব বিধি-বিধান মেনে গমন করতে পারবেন।